‘‘শ্বাসকষ্ট আর হাঁপানিকে বিদায় দিন, সেবন করুন ডামানিল।’’

18th Aug 2018

স্বাস্থ্যই সম্পদ কিন্তু সুস্থ, সুন্দর জীবন যাপন করতে চাইলেও নানা কারণে প্রায়ই আমাদেরকে ভুগতে হয় বিভিন্ন রোগে। এগুলোর মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি অন্যতম, এই অসুখ থেকে মুক্তি পেতে চাইলে আমরা নিচে উল্লেখিত উপায়গুলো অনুসরণ করতে পারি। দারচিনিঃ দারচিনির বহুমখী উপকারীতা রয়েছে যা হয়ত অনেকেরই জানা নেই, বহু রোগ প্রতিরোধে এর ভূমিকা অনেক। দারচিনি হজমক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে এবং রুচি বাড়ায়, কাশি কমাতে সাহায্য করে, মস্তিষ্ক, হৃদপিন্ডের শক্তি বৃ্দ্ধির পাশাপাশি স্নায়ু উদ্দীপনার সাহায্য করে এবং সাধারণ বল বৃদ্ধিতেও সহায়তা করে। হরিতকিঃ হরিতকি স্বাদে খুব তিতা ইহা হৃদপিন্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে, পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হরিতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দূর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। গোলমরিচঃ গোলমরিচকে বলা হয় মসলার রাজা কারণ এর মত গুনাগুণ আর অন্য কোন মসলায় নাকি নেই, এটি ঔষধ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। গোলমরিচ হজমে সহায়তা করে, সর্দি-কাশি কমাতে গোলমরিচ অনেক ভালো কাজ করে, হাঁপানির ক্ষেত্রে গোলমরিচ খেলে এটি শ্বাসতন্ত্রকে প্রসারিত করতে সাহায্য করে। লবঙ্গঃ লবঙ্গ একটি পরিচিত মসলা, এর রয়েছে প্রচুর ঔষধি গুণ। লবঙ্গ বায়ুনাশক এবং হজমকারক, লবঙ্গের সুবাস শরীরের ক্লান্তি ও মনের বিষণ্ণতা দূর করে। কাঁচা লবঙ্গ চিবিয়ে খেলে সর্দি এবং কাশিতে আরাম পাওয়া যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি যে রোগমুক্ত থাকার জন্যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে আমাদের আশেপাশেই। এই উপাদানগুলো সংগ্রহ করে একসাথে সেবন করুন আর যদি এগুলো সংগ্রহ করে, প্রক্রিয়াজাত করে খেতে ঝামেলা মনে হয়, তবে আপনার নিকটস্থ ফার্মেসী থেকে আজই সংগ্রহ করুন জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ এর ‘‘ডামানিল’’। উপরে উল্লেখিত উপাদানগুলো সঠিক অনুপাতে জাতীয় ইউনানী ফর্মুলা অনুসারে ও অত্যাধুনিক মেশিনে তৈরি ‘‘ডামানিল’’ দিতে পারে আপনার সুস্থ, সুন্দর এবং রোগমুক্ত জীবন। উপাদানঃ প্রতি ক্যাপসুলে আছে- দারচিনি (Cinnamomum zeylanicum)………….৬৬.৬৭ মিলি গ্রাম। হরিতকি (Terminalia chebula)…………………৬৬.৬৭ মিলি গ্রাম। গোলমরিচ (Piper nigrum)……………………..৬৬.৬৭ মিলি গ্রাম। লবঙ্গ (Syzygium aromaticum)…………………….৬৬.৬৭ মিলি গ্রাম। অন্যান্য উপাদান পরিমাণমত। নির্দেশনাঃ হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং ঠান্ডাজনিত কাশি। সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্কঃ ১ টি করে ক্যাপসুল দিনে ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরিবেশনাঃ প্রতি বক্সে ২০ টি ক্যাপসুল। প্রস্তুতকারকঃ জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ (ইউনানী) গাজীপুর, বাংলাদেশ।