‘‘সারপেন সেবন করুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।’’

18th Aug 2018

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, অনেকের ক্ষেত্রে এই রোগ খুব সহজে ধরা পড়ে না আবার ধরা পড়ার পর এর সঠিক চিকিৎসা গ্রহণ না করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না থাকলে তা অনেক রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সারাদিনের ক্লান্তি মুছে ফেলার অন্যতম উপায় হলো রাতের পরিপূর্ণ ঘুম, ঘুম ভীষণ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ঘুম না হওয়া খুবই যন্ত্রণাদায়ক, অনেকেই আছেন যারা অনিদ্রায় ভুগছেন এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও ফল পাচ্ছেন না। জেনে নেই খুব সহজেই এই সকল সমস্যাগুলো থেকে মুক্তির উপায়। সর্পগন্ধাঃ বহুল জনপ্রিয় একটি ভেষজ উদ্ভিদ হল সর্পগন্ধা। রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে সারা বিশ্বে এখন রেসার পিন ব্যবহার করা হচ্ছে, উন্মাদের মাথা ঠান্ডা রাখার জন্য প্রথমে এই ঔষধ ব্যবহার করা হয়েছিল। এখন অনিদ্রা রোগের ঔষধ হিসেবেও রেসার পিন প্রয়োজনে ব্যবহার করা হয়। সর্পগন্ধার পাতার নির্যাস চোখের ছানি সারাতেও কাজে লাগে তবে রেসার পিন সবচেয়ে বেশি পাওয়া যায় সর্পগন্ধা গাছের শিকড়ের ছালে। ম্যাগনেশিয়াম কার্বনেটঃ ম্যাগনেশিয়াম কার্বনেট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেশির কার্যকলাপ ঠিক রাখে ফলে অনিদ্রা দূর হয়। পটাশিয়াম ব্রোমাইডঃ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পটাশিয়াম ব্রোমাইডের ভূমিকা অনেক। স্নায়ুতন্ত্রের কোষসমূহ এবং পেশীতন্ত্রের কোষসমূহের কাজ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে এর ফলে ঘুম ভালো হয় এবং পেশির কার্যাকলাপ সঠিকভাবে চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, মানসিকভাবে সুস্থতা আনতে এবং অনিদ্রা দূর করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে আমাদের আশেপাশেই। এই উপাদানগুলো সংগ্রহ করে একসাথে সেবন করুন আর যদি এগুলো সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে খেতে ঝামেলা মনে হয়, তবে আপনার নিকটস্থ ফার্মেসী থেকে আজই সংগ্রহ করুন জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ এর ‘‘সারপেন’’। উপরের উল্লেখিত উপাদানগুলো সঠিক অনুপাতে জাতীয় ইউনানী ফর্মুলা অনুসারে ও অত্যাধুনিক মেশিনে তৈরি ‘‘সারপেন’’ হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি। উপাদানঃ প্রতি ক্যাপসুলে আছে- সর্পগন্ধা (Rauwolfia serpentina)………………….১৩৯.০৮ মিলি গ্রাম। ম্যাগনেসিয়াম ফাহমী (Magnessium carbonate)….৬৯.২৭ মিলি গ্রাম। নমক মুনাওয়েম (Potassium bromide)……………১৭.৩৮ মিলি গ্রাম। অন্যান্য উপাদান পরিমাণমত। নির্দেশনাঃ উচ্চ রক্তচাপ, অনিদ্রা ও মানসিক দুশ্চিন্তায় কার্যকর। সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্কঃ ১-২ টি করে ক্যাপসুল দিনে ২ বার আহারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরিবেশনাঃ প্রতি বক্সে ৫০ টি ক্যাপসুল। প্রস্তুতকারকঃ জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ (ইউনানী) গাজীপুর, বাংলাদেশ।