দাম্পত্য জীবন হোক আনন্দঘন ও মধুময়।’’

18th Aug 2018

একটি সুন্দর ও নিটোল দাম্পত্য জীবন সবারই কাম্য। নারী-পুরুষের মধ্যে উচ্ছ্বল ও আনন্দময় শারীরিক সম্পর্ক হল সুখী দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য শর্ত কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায়, শতকরা ৬০ ভাগ দম্পতির মধ্যেই যৌন সম্পর্ক স্বাভাবিক নয়, এর ফলে দেখা দিচ্ছে বিষণ্ণতা ও হতাশা। নারী-পুরুষের পারস্পারিক সম্পর্ক নষ্ট হচ্ছে, সংসার ভেঙ্গে যাচ্ছে, এর প্রধানতম কারণ হল পুরুষের পুরুষত্বহীনতা আবার পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও কিছু কিছু যৌন সমস্যা রয়েছে যেমন-অসুস্থতা, রক্তস্বল্পতা এবং অবসন্নতার দরুন যৌন অনীহা। এই সকল সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। প্রত্যেক নারী-পুরুষেরই যৌন সমস্যার কারণ ও তার সমাধান সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। যদি নিজেরাই নিজেদের সমস্যার কারণ উদঘাটন করতে পারা যায়, তাহলে এর সমাধানও নিজেরাই করতে পারবে। এসকল সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নিম্নলিখিত উপাদানের মাধ্যমে এর সমাধান পেতে পারি অতি সহজেই। খেজুরঃ খেজুর খুবই পুষ্টিকর একটি ফল। পুষ্টিমানে যেমন সমৃদ্ধ তেমনি এতে আছে অনেক ঔষধি গুণ। হৃদরোগীদের জন্য খেজুর বেশ উপকারী। খেজুর রক্ত উৎপাদনকারী এবং হজমকারকও বটে। খেজুর ফুলের পরাগরেণু পুরুষের বন্ধ্যাত্ব দূর করে এবং শুক্র উৎপাদন করে বলে প্রমাণ আছে। যৌন শক্তি বাড়াতে খেজুরের জুড়ি মেলা ভার। বাদামঃ আমাদের দৈনন্দিন জীবনে বাদাম একটি পরিচিতি খাবার। বাদামের রয়েছে অনেক পুষ্টিগুণ, বাদাম বিষণ্ণতা কাটায় এবং মন কে করে প্রফুল্ল। কাজু বাদাম হাত পায়ের নখ এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। লবঙ্গঃ লবঙ্গ একটি পরিচিত মসলা, এর রয়েছে প্রচুর ঔষধি গুণ। লবঙ্গ বায়ুনাশক এবং হজমকারক, কামোদ্দীপক এবং যৌনরোগে বহুল ব্যবহার রয়েছে। লবঙ্গের সুবাস শরীরের ক্লান্তি ও মনের বিষণ্ণতা দূর করে। মধুঃ মধুর রয়েছে প্রচুর ঔষধি গুণ। মধুর অসাধারণ ঔষধি গুণের কারণে ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। স্বাস্থ্য সুরক্ষা, সৌন্দর্যচর্চা-কোথায় নেই মধুর ব্যবহার? খুসখুসে কাশি, ওজন কমাতে এবং রক্তস্বল্পতা রোধে মধু খুবই কার্যকর। মধুতে রয়েছে জিংক-যা পুরুষের যৌনশক্তি এবং শুক্রাণুর উৎপাদন বাড়ায়। দাম্পত্য জীবন নানা কারণে ব্যাহত হতে পারে, হতে পারে বিভিন্ন যৌন সমস্যা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর সমাধান রয়েছে আমাদের হাতের নাগালেই! উপরোক্ত উপাদানগুলো সংগ্রহ করে একসাথে সেবন করুন আর এগুলো সংগ্রহ করা যদি ঝামেলা মনে হয়, তবে আজই সংগ্রহ করুন জেবিএল ড্রাগ ল্যাবরেটরিজ এর ‘‘মোরলেক্স গোল্ড’’। উপরের উপাদানগুলোর সুষম সমন্বয়ে, জাতীয় ইউনানী ফর্মুলা অনুসরণে তৈরি ‘‘মোরলেক্স গোল্ড’’ হতে পারে আপনার সুস্থ দাম্পত্য জীবনকে আনন্দ আর মধুময় করার উৎস। উপাদানঃ প্রতি ৫ গ্রামে আছে- খেজুরের আটা (Phoenix dactylifera)…………………….০.৩৭ গ্রাম। বাদাম (Pinus gerardiana)…………………………………০.০৫ গ্রাম। লবঙ্গ (Syzyygium aromaticum)…………………………..০.০০৪ গ্রাম। মধু (Honey)……………………………………………….৩.৩৭ গ্রাম। অন্যান্য উপাদান পরিমাণমত। নির্দেশনাঃ শুক্র ঘনকারী, শুক্র উৎপাদক ও যৌনশক্তি বর্ধক। সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্কঃ ১-২ চা চামচ দিনে ২ বার আহারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরিবেশনাঃ ২০০ গ্রাম অথবা ৪০০ গ্রাম কাঁচের বয়ামে। প্রস্তুতকারকঃ জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ (ইউনানী) গাজীপুর, বাংলাদেশ।