ÔÔ দূর্বলতা দূর করুন, JBL Baiza সেবন করুন।’’

18th Aug 2018

পরিণত বয়সের নারী পুরুষ অনেকের কাছে যে সমস্যা প্রকট হয়ে দেখা দেয় তা হলো যৌন দূর্বলতা, যার কারণে অনেক দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন। অবিবাহিত এমনকি যৌন ক্রিয়ায় অংশগ্রহণ করেনি এমন অনেকেই কিন্তু এই সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যৌন দূর্বলতায় নারী বা পুরুষ উভয়েই আক্রান্ত হতে পারেন, তবে যৌন কাজে নারীর ভূমিকা অনেকখানি পরোক্ষ বিধায় পুরুষকেই এই সমস্যা নিয়ে বেশি উদ্বিগ্ন হতে দেখা যায়। কথায় আছে মনের জোর সবচাইতে বড় জোর, মনে জোর থাকলে অনেক কিছুই করে ফেলা সম্ভব। মনের জোরের সাথে আত্নবিশ্বাসের একটি গভীর সংযোগ রয়েছে। মানসিকভাবে শক্ত থাকতে পারলে অনেক কিছুই করা সম্ভব বলে মনে হয়। তাই মানসিক দূর্বলতা ও হতাশা দূর করে ফেলা অনেক জরুরী। কিন্তু অনেকেই সহজে নিজের মনকে শক্ত করতে পারেন না। ভেতরে ভেতরে দূর্বল রয়ে যান এর প্রভাব পড়ে জীবনের ওপরে। এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় কি? জেনে নেয়া যাক কিছু উপায়। মুরগির ডিমের কুসুমঃ ডিম হল পুষ্টিতে ভরপুর, দিনের শুরুতে যদি ডিম দিয়ে আহার করা যায় তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। বিশেষজ্ঞদের মতে ডিম, রক্তের শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে ফলে ব্রেকফাস্টে ডিম খেলে পেটটা অনেকক্ষণ ভরে থাকে, ক্ষুধা কম লাগে। ডিমের সাদা অংশের চেয়ে ডিমের কুসুমে ক্যালোরি বেশি আছে, আপনার সাপ্তাহিক খাবারের তালিকায় ডিমের কুসুম থাকা মানে আপনার হাড়ের ক্ষয়জনিত যাবতীয় রোগ থেকে সুরক্ষিত থাকা। ডিমের কুসুম রক্ত কণিকাকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে, লোহিত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করে ও মস্তিষ্কের অক্সিজেন স্তরকে বৃদ্ধি করে। এর ফলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে। ঘিঃ ঘিয়ের বহু উপকারীতা রয়েছে, ঘি ওজন কমাতে সাহায্য করে, ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই, ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুণে ভরপুর। ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড, এই অ্যাসিড হজম ক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দারচিনিঃ বহু রোগ প্রতিরোধে দারচিনির ভূমিকা অনেক। দারচিনি হজমক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে এবং রুচি বাড়ায়, মস্তিষ্ক, হৃদপিন্ডের শক্তি বৃদ্ধির পাশাপাশি স্নায়ু উদ্দীপনায় সাহায্য করে এবং সাধারণ বল বৃদ্ধিতে সহায়তা করে। ছোট এলাচঃ এলাচ এবং আদা সমগোত্রীয়, আদার মতোই পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী। বুক জ্বালাপোড়া, বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ খেতে পারেন। জাফরানঃ জাফরানে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্ত চাপ ও হৃদপিন্ডের সমস্যা জনিত রোগ দূর করে, পুরুষত্বহীনতা, অকাল বীর্যপাত ও লিঙ্গ উত্থান সমস্যা দূর করে সুস্থ যৌনজীবন দেয় জাফরান। এছাড়াও স্মৃতিশক্তি এবং চিন্তা ক্ষমতা উন্নত করে, স্নায়ুবিক দূর্বলতা থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাঁচায়। ছালেব মিছরিঃ ছালেব মিছরি যৌন শক্তিবর্ধক, কাম উত্তেজক, বীর্য সৃষ্টিকারী ও গাঢ়কারক। এছাড়া সাধারণ দূর্বলতায় উপকারী, স্নায়ুবিক শক্তিবর্ধক হিসেবেও কার্যকর এবং লিভার, হার্ট, কিডনি শক্তিশালী করে। উপরোক্ত উপাদানগুলো সংগ্রহ করে একসাথে সেবন করুন আর এগুলো সংগ্রহ করা যদি ঝামেলা মনে হয় তবে আজই সংগ্রহ করুন জেবিএল ড্রাগ ল্যাবরেটরিজ এর ‘‘জেবিএল বয়জা’’। উপরের উপাদানগুলোর সুষম সমন্বয়ে জাতীয় ইউনানী ফর্মুলা অনুযায়ী তৈরি ‘‘জেবিএল বয়জা’’ হতে পারে আপনার সুস্থ দাম্পত্য জীবন, মানসিক এবং সাধারণ দূর্বলতা দূর করার চাবিকাঠি। উপাদান- প্রতি ৫ গ্রামে আছে- মুরগির ডিমের কুসুম (Gallus domestica)……০.১২৫ টি। ঘি (Mabuya carinata)……..১.৫ গ্রাম। দারচিনি (Cinnamomum zeylancum)……০.০২৫ গ্রাম। ছোট এলাচ (Myristica fragrans)……০.০২৫ গ্রাম। জাফরান (Crocus sativus)……..০.০২৫ গ্রাম। ছালেব মিছরি (Orchis latifolia)……০.০৫ গ্রাম। অন্যান্য উপাদান পরিমাণমত। নির্দেশনা- যৌন দূর্বলতা, মানসিক দূর্বলতা, সাধারণ দূর্বলতায় কার্যকর। সেবনবিধি- প্রাপ্ত বয়স্কঃ ১-২ চা চামচ দিনে ২ বার আহারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরিবেশনা- ২০০ গ্রাম এবং ৪০০ গ্রাম কাঁচের বয়ামে। প্রস্তুতকারক- জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ (ইউনানী) গাজীপুর, বাংলাদেশ।