গণোরিয়া ও মূত্রনালীর রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে জেবিএল এর গণোনিল সেবন করুন

18th Aug 2018

সুস্থ জীবনই হল আনন্দময় জীবন কিন্তু আমরা কি সবসময় সুস্থ থাকি? আমরা কি কখনো গণোরিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া অনুভব করি না, মূত্রনালীর ক্ষত, শ্বেতপ্রদর, মূত্রতন্ত্রের ইনফেকশন ও মূত্রথলির দূর্বলতায় আক্রান্ত হই না? জেনে নেই খুব সহজেই কিভাবে এ সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারি। গন্ধ বিরজাঃ গন্ধ বিরজার উপকারীতা অপরিসীম কারণ ইহা খুব সহজেই আপনার দেহের নতুন ও পুরাতন গণোরিয়া থেকে মুক্তি দেয়।এছাড়াও এটি মূত্রথলির দূর্বলতায় অনেক কার্যকরী। ছোলাঃ ছোলা একটি পুষ্টিকর ডাল। ছোলাতে প্রচুর পরিমাণে আমিষ, কপার, ফসফরাস এবং আয়রণ রয়েছে। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরণের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি কমিয়ে দেয়। ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, ক্যান্সারের ঝুঁকি কমায়। ছোলা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী এবং যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি মেরুদন্ডের ব্যাথা দূর করে, প্রস্রাবের জ্বালাপোড়া, মূত্রতন্ত্রের ইনফেকশন দূর করে। ঝিনুকঃ ঝিনুকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা আপনার দেহের প্রোটিনের চাহিদা মেটায় এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে। ঝিনুক দেহের হাড় শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন দেখতে পাচ্ছি সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি রয়েছে আমাদের আশেপাশেই। এই উপাদানগুলি সংগ্রহ করে একসাথে সেবন করুন আর যদি এগুলো সংগ্রহ করা আপনারা ঝামেলা মনে করেন তবে আজই আপনার পাশের ফার্মেসী থেকে সংগ্রহ করুন-জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ এর ‘‘গণোনিল’’। উপরে উল্লেখিত উপাদানগুলির সুষম সমন্বয়ে ইউনানী ফর্মুলা অনুসরণে তৈরী ‘‘গণোনিল’’ দিতে পারে গণোরিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, মূত্রনালীর ক্ষত, শ্বেতপ্রদর, মূত্রতন্ত্রের ইনফেকশন ও মূত্রথলির দূর্বলতায় আক্রান্তের হাত থেকে মুক্তি। সুতরাং ‘‘গণোনিল’’ সেবন করুন, গণোরিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, মূত্রনালীর ক্ষত, শ্বেতপ্রদর, মূত্রতন্ত্রের ইনফেকশন ও মূত্রথলির দূর্বলতা থেকে মুক্ত থাকুন। উপাদানঃ প্রতি ক্যাপসুলে আছে- গন্ধ বিরজা (Pinus longifolia)…………..১৬৬.৬৭ মি.গ্রা.। ছোলা (Cicer arietinum)……………..…১৬৬.৬৭ মি.গ্রা.। ঝিনুক (Calcined pinctada margaritifera)………১৬৬.৬৭ মি.গ্রা.। অন্যান্য উপাদান পরিমাণ মত। নির্দেশনাঃ নতুন ও পুরাতন গণোরিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, মূত্রনালীর ক্ষত, শ্বেতপ্রদর, মূত্রতন্ত্রের ইনফেকশন ও মূত্রথলির দূর্বলতা থেকে মুক্তি দেয়। সেবনবিধিঃ ১-২ টি ক্যাপসুল দিনে ২ বার আহারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরিবেশনাঃ প্রতি বক্সে ৫১০=৫০ টি ক্যাপসুল। প্রস্তুতকারকঃ জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ (ইউনানী) গাজীপুর, বাংলাদেশ।