আমরা আমাদের প্রাত্যাহিক জীবনে সুস্থ থাকতে চাই সুস্থ জীবনই হল আনন্দময় জীবন। আমরা যারা নিজেদেরকে সুস্থ মনে করি, তারা কি কখনও পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যাথায় আক্রান্ত হই না? মাঝে মাঝে কি হজমের গোলযোগ অনুভব করি না? এই ছোটখাটো সমস্যাগুলো থেকে মুক্তির উপায় আমাদের হাতের কাছেই রয়েছে। জেনে নেয়া যাক সেই উপায়গুলো। মৌরিঃ পানি মিশ্রিত মৌরির রস পেট ফাঁপা ও পেট কামড়ানোর জন্য বড় উপকারী। মৌরি হজমের গোলযোগ ও পেটের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। সাপেস্তানঃ এটি একটি অত্যান্ত উপকারী ভেষজ, বিভিন্ন রোগ নিরাময়ে এর ভূমিকা অনেক। হজমের জটিলতা থেকে মুক্তি দিতে সাপেস্তানের জুড়ি মেলা ভার। এছাড়াও পেটফাঁপা এবং কোষ্ঠ-কাঠিন্যে অনেক ভালো ফল দেয়। ওন্নাবঃ বদহজম জনিত পেটের ব্যাথা দূর করতে ওন্নাব খুব উপকারী এছাড়াও কোষ্ঠ পরিষ্কারক হিসেবে কাজ করে। গাওজবানঃ গাওজবান ফুল ভেজানো পানি নিয়মিত পান করলে হৃদপিন্ডের দূর্বলতা দূর হয় ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। গোলাপ ফুলঃ গোলাপ ফুল শুধু সৌন্দর্যের প্রতীকই নয় বরং এর রয়েছে অনেক ঔষধি গুণ। যকৃতের দূর্বলতার জন্য হজমে কোন সমস্যা থাকলে তা দূর করে, স্নায়ুবিক দূর্বলতা ও মস্তিষ্কের দূর্বলতা দূর করতেও গোলাপের ভূমিকা অনন্য। সোনাপাতাঃ কোষ্ঠ-কাঠিন্য দূর করতে সোনাপাতা চমৎকার কাজ করে, হজমে সহায়তা করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও এর জুড়ি মেলা ভার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে আশেপাশেই, এই উপাদানগুলো সংগ্রহ করে একত্রে সেবন করতে পারেন আর যদি ঝামেলা মনে হয় তবে আপনার নিকটস্থ ফার্মেসী থেকে আজই নিয়ে নিন জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ এর ‘‘ফেনিকুলাম’’। উপরে উল্লেখিত উপাদানগুলোর সুষম সমন্বয়ে জাতীয় ইউনানী ফর্মুলা অনুসারে এবং অত্যাধুনিক মেশিনে তৈরি ‘‘ফেনিকুলাম’’ হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি। প্রতি ৫ মিলিতে জলীয় নির্যাস আকারে আছে- মৌরি (Source)……..০.১৮ গ্রাম। সাপেস্তান (Cordia dichotamas)…..০.১৮ গ্রাম। ওন্নাব (Zizyphus sativa)…….০.১০ গ্রাম। গাওজবান (Borago officinalis)…..০.১০ গ্রাম। গোলাপ ফুল (Rosa damascene)…..০.১০ গ্রাম। সোনা পাতা (Cassia angustifolia)…..০.১০ গ্রাম। অন্যান্য উপাদান পরিমাণমত। নির্দেশনাঃ পেটফাঁপা, পেট ব্যাথা, বদহজম, কোষ্ঠ-কাঠিন্য, পরিপাকতন্ত্র সমূহের শ্লেষ্মার আধিক্য ও পেটের গোলযোগজনিত জ্বরে কার্যকর। সেবনবিধিঃ ২-৪ চা চামচ দিনে ২ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পরিবেশনাঃ ১০০ মিলি, ২০০ মিলি এবং ৪৫০ মিলি পেট বোতলে। প্রস্তুতকারকঃ জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ (ইউনানী) গাজীপুর, বাংলাদেশ